Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Natural beauty of Marishya Union
Details

সৌন্দর্য্য মোন্দিত এই ইউনিয়নটি প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যে ঘেরা যা না দেখলে বিশ্বাস হয় না। সবুজ মাঠ, নদী-নালা, খাল, বিল ইত্যাদিতে ভরপুর এই ইউনিয়ন। এই ইউনিয়নে রয়েছে সেই তুলাবান স্পোটিং ক্লাব মাঠ যে ক্লাবটি বাঘাইছড়ি উপজেলার একটি সুনামধন্য ক্লাব। প্রত্যেকদিন বিকাল বেলাই ইউনিয়ন পরিষদের সামনে তুলাবান স্পোটিং ক্লাব মাঠে গ্রাম্য যুবকরা বিভিন্ন খেলাধূলায় সবসময় পরিপূর্ন  রাখে।খেলাধুলার পাশাপাশি সংস্কৃতিতেও রয়েছে এই ক্লাবটির একটি নাম আছে। পাহাড়ী-বাঙ্গালী মিলে মিশে এই ইউনিয়নে লোকদের বসবাস।