৩৩নং মারিশ্যাইউনিয়নে মুসলিম,ও চাকমারা পাশাপাশি বসবাস করে আসছেন। তবেসংখ্যার দিক দিয়ে চাকমারা বেশী । চাকমাদের জাতীয় ভাষা, সংস্কৃতি কৃষ্টি ও সাহিত্য, উবাগীত,ধাঁধা,প্রবাদ,ইত্যাদি।অন্যদিকে,চাকমাদের,নাচ,গান,খেলাধুলা,পোষাকপরিচ্ছদ,সম্পূর্ন রূপে স্বাতন্ত্র্য ও ঐতিহ্য রক্ষাকরে চলিতেছে যেমন নাচ -গানে খেংগরং, ঢোল,ধুদুক,বাশি,বেহালা, শিঙ্যা বাদ্যযন্ত্র্ রূপে ব্যবহার হচ্ছে। খেলাধুলায়,নাদেং,ঘিলা,পত্তি,সাড়াখেলা,ফোড়খেলা,গুদুহারা,(হাডুডু)খুলুলোকখেলা,ইত্যাদি। আর পোষাক পরিচ্ছদে পিনোন,মেয়েদের পরিধানের বস্ত্র। খবং ( মাথার পাগুরী) খাদি(বুক কাপড়)ফারতদড়ি (কোমর বন্ধনী)খবই (গায়ে দেওয়ার ব্লাউজ) সুতরাং বলা চলে আধুনিকতার যুগে চাকমাদেরসংস্কৃতি সমৃদ্ধিশালী না হলেও মোটামুটি দেশের জাতীয় সংস্কৃতির পাশাপাশিসম্পূর্ণ স্বাতন্ত্র্য রূপে টিকে আছে। চাকমারা নিজস্ব ভাষায় কথা বলে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS