এই ইউনিয়নের পশ্চিমে প্রাচীনতম কাচালং নদী, যা সভার কাছে পরিচিত। এর উত্তর পূর্বে রয়েছে অনেক দিনের পুরাতন একটি বাধঁ যাকে আমরা ফিত্তিছড়া নামে অভিহিত করি থাকি। এছাড়াও ইউনিয়নাধীন বৃহত্তর তুলাবান গ্রামের মধ্যেস্থলে রয়েছে একটি বড় ধরনের বিল রয়েছে। উক্ত বিল হতে কয়েকশ একর জমিতে পাম্প মেশিনের মাধ্যেমে সেচ দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস